SASS/SCSS হচ্ছে ডাইন্যামিক স্টাইলশীট। আর CSS হচ্ছে স্ট্যাটিক বা ম্যানুয়াল স্টাইলশীট, মানে সকল কোড ব্লক, সিনট্যাক্স আপনাকেই লিখতে হবে। অনেক আগে থেকে CSS এর ব্যবহার হচ্ছে কিন্তু বর্তমানে ওয়েব এর ইন্টেরেক্টিভিটি বাড়াতে এবং অল্প এবং রি-ইউজ্যাবল (পূনরায় ব্যবহার করা যায় এমন) ভ্যারিয়্যাবল এবং মিক্সিন ক্লাস তৈরির মাধ্যমে কোডিং করে অনেক কাজ সম্পন্ন করতে ডাইন্যামিক সিএসএস ইউজ করা হয়। তাই  SASS/SCSS -এর আবির্ভাব।

মূলত, আপনি যে ডাইন্যামিক কোড লিখবেন, সেটি কম্পাইল হয়ে ব্রাউজারে আউটপুট দিবে।  SASS/SCSS -কে স্টাইলশীট প্রি-প্রোসেসর বলা হয়।